আপনিও কন্ট্রিবিউট করুনঃ- ( 3398 Views )
প্রশ্নব্যাঙ্ক একটি Open Community যেখানে আপনি সহজেই আপনার কাঙ্খিত প্রশ্নপত্রটি খুঁজে পেতে পারেন।
আমরা বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা বা বিশ্ববিদ্যালয়ে পড়ছি বা পড়াশুনা শেষ করে অনেকেই চাকুরীর জন্য প্রস্তুতি নিচ্ছি। অবশ্যই যেকোন পরীক্ষার জন্য পূর্ববর্তী পরীক্ষার প্রশ্নপত্র একটা বড় গাইডলাইন, কিন্তু সবসময় আমরা প্রয়োজনীয় প্রশ্নপত্রটি হাতের কাছে পাইনা। এজন্য আমাদের ক্ষেত্রবিশেষে অনেক ছোটাছুটি করতে হয় এবং অনেক সময় অনেক প্রশ্নপত্র খুঁজে পাওয়া যায়না। তবে আমরা আমাদের সকলের ছোট ছোট প্রচেষ্টার মাদ্ধ্যমে খুব সহজেই এই সমস্যার সমাধান করতে পারি। আমরা যদি নিজ নিজ অবস্থান থেকে আমাদের সংগ্রহে থাকা প্রশ্নপত্রগুলি Prosnobank.com সাইটে আপলোড করি, তাহলে আমাদের ছোট ভাইবোনদের পাশাপাশি সকলেই স্বতস্ফুর্তভাবে উপকৃত হতে পারি। আপনার সামান্য অবদানই পারে যুগযুগ ধরে অসংখ্য ছোট ভাইবোনদের অসামান্য উপকার সাধন করতে।
কিভাবে?
প্রথমে Prosnobank.com সাইটে রেজিস্ট্রেশন করুন, তাহলে আপনি আপনার ইমেইলে ইউজার আইডি ও পাসওয়ার্ড পাবেন, তা দিয়ে লগিন করে আপনার প্রোফাইল সম্পাদনা ( যেমনঃ নাম ছবি ) করে, আপনি সংযুক্ত করতে পারবেন আপনার প্রশ্নপত্রটি।
আপনার প্রতিটা প্রশ্নপত্রের শেষে আপনার কন্ট্রিবিউশন উল্লেখে থাকবে।
For a security reason We POSTPONED registration of new user. If you want to be a contributor then send us a message through contact page.