৩২ তম বিসিএস মানসিক দক্ষতা
বিষয় কোড: ০০৯
বিষয়ঃ মানসিক দক্ষতা
নির্ধারিত সময়ঃ ১ ঘন্টা
পূর্ণমানঃ ৫০
[দ্রষ্টব্যঃ সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেক প্রশ্নের মান সমান।]
১। একটি রাষ্ট্রের ___ থাকতেই হবে।
- প্রেসিডেন্ট
- প্রধানমন্ত্রী
- সার্বভৌমত্ব
- সংসদ
২। ২০ ফুট লম্বা একটি দন্ড এমনভাবে কেটে দুভাগ করা হল যে ছোট অংশটি বড় অংশের দুই তৃতীয়াংশ হয়। ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট ?
- ৪
- ৫
- ৬
- ৮
৩। নিচের এলোমেলো শব্দগুলো সঠিকভাবে সাজারে একটি অর্থপূর্ণ বাক্য গঠিত হবে। উক্ত বাক্যের শেষ বর্ণটি কি ?
Sincerity traits courtesy character of desirable and are.
- R
- Y
- S
- E
৪। নিম্নের সারিতে একটি সংখ্যা ভুলভাবে দেয়া আছে সেই সংখ্যাটি কত ?
১ ৪ ২ ৫ ৩ ৬ ৪ ৭ ৫ ৯ ৬ ……….
- ৫
- ৬
- ৯
- কোনটিই নয়
৫। খাবারের সাথে কোনটি সবসময় থাকবে ?
- টেবিল
- থালাবাসন
- ক্ষুধা
- খাদ্যসামগ্রী
৬। ___এর সাথে কুষ্টিয়া যেমন সম্পর্ক, তেমনই___এর সাথে বরিশালে সম্পর্ক।
- পদ্মা-কুশিয়ারা
- গড়াই-কপোতাক্ষ
- গড়াই-সুরমা
- গড়াই-কীর্ত্তনখোলা
৭। নিচের কোন শব্দটি আয়নায় এবং সরাসরি দেখলে একই রকম দেখবে ?
- MOTOR
- OHIO
- OTTO
- NOON
৮। ‘বৃত্ত’ যদি ‘বর্গ’ -এর সাথে সম্পর্কিত হয়, তবে ‘ঘনক’ -এর সাথে কোনটি সম্পর্কিত ?
- পরিধি
- গোলক
- কোণ
- পুরুত্ব
৯। নিচের চিত্রে কতটি ত্রিভুজ আছে ?
- ৬টি
- ৭টি
- ৮টি
- ১০ টি
১০। _____ এর সাথে যেমন রাজধানীর সম্পর্ক, তেমনি সৈয়দ নজরুল ইসলাম এর সাথে _____ সম্পর্ক।
- মুজিবনগর—মন্ত্রিসবা
- মুজিবনগর—অস্থায়ী রাষ্ট্রপতি
- ঢাকা—প্রধানমন্ত্রী
- ঢাকা—অস্থায়ী রাষ্ট্রপতি
১১। What letter in the word ‘SUPERFLUOUS’ is the same number in the word as it is in the alphabet?
- R
- F
- L
- U
১২। A mother is always _____ than her daughter.
- wiser
- taller
- stouter
- older
১৩। The oppossite of hope is –
- faith
- misery
- sorrow
- despair
১৪। ২৬ মার্চ বাংলাদেশ হলে ১৭ এপ্রিল কি ?
- জাতীয় শিশুদিবস
- সংসদ
- সংবিধান
- মন্ত্রিসভা
১৫। _____ এর সাথে যেমন দূরত্বের সম্পর্ক, পাউন্ডের সাথে তেমনই _____ এর সম্পর্ক।
- দূরবর্তী—আউন্স
- ভ্রমণ-আউন্স
- ভ্রমণ-ওজন
- দণ্ড—ওজন
১৬। জীববিজ্ঞানের কোন শাখায় বয়ঃপ্রাপ্তি সম্পর্কে আলোচনা করা হয় ?
- শারীরবিদ্যা
- রোগতত্ত্ববিদ্যা
- বার্ধক্যবিদ্যা
- কোনটিই নয়
১৭। পরিষ্কার পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য রক্ষা জন্য — প্রয়োজন।
- সাবান
- পানি
- পরিকল্পনা
- সচেতনতা
১৮। One does not know whether one will pass the examination until one has—
- studied
- failed
- appeared
- prepared
১৯। প্রকৃত শিক্ষাই মানুষকে —অর্জনে সহায়তা করে।
- জ্ঞান
- বাস্তবতা
- কর্মদক্ষতা
- মনুষ্যত্ব
২০। Choose suitable word to fill in the blank space.
Belief, concept and opinion may be—from individual to individual.
- combination
- different
- dissimilar
- mixed
২১। খ্যাতিঃ কীর্তিঃ মহত্বঃ ?
- কর্তব্যনিষ্ঠা
- বদান্যতা
- সরলতা
- দায়িত্বশীলতা
২২। স্বাধীনঃনির্ভয়ঃ সংশয়ঃ ?
- প্রত্যয়
- দ্বিধা
- বিরক্তি
- বিস্ময়
২৩। Religion : ritual : society ?
- obligation
- law
- custom
- tradition
২৪। Time : watch : pressure ?
- meter
- hard
- barometer
- force
২৫। ০.৯ / ০.৯ = ?
- ০.১
- ০.০০১
- .৮১
- ১
২৬। ?% of ১৭ = ৫১
- ৩০০
- ০.৩৩
- ৩০
- ০.৩
২৭। Problem pattern–এর শূণ্যস্থানে Answer pattern এর কোন চিত্রটি বসবে ?
Problem pattern
২৮। সর্বদা মনে রাখতে হবে যে, সংসারে কেউ একা নয়। সমস্যাস্কুল জীবনে পদে পদে নিজেকে প্রতিষ্ঠিত করতে হয়।
উপরের বক্তব্য অনুসারে জীবন সবসময়-
- অপ্রীতিকর
- প্রতিযোগিতাপূর্ণ
- কষ্টসাধ্য
- জটিল
২৯। নিচের কোন উত্তরটি অন্যগুলোর সাথে সামঞ্জস্যপূণ্য নয় ?
- সিপাহী হামিদুর রহমান
- ল্যান্স নায়েক নূর মোহাম্মদ
- মেজর আবু তাহের সিপাহী
- মোস্তফা কামাল
৩০। নিচের কোন উত্তরটি অন্যগুলোর সাথে সামঞ্জস্যপূণ্য ?
- চরিত্রহীন
- দেনাপাওনা
- পল্লীসমাজ
- নৌকাডুবি
৩১। তানিয়া প্রথমে ১২ কিমি যার উত্তরে। পরে ১২ কিমি যায় পশ্চিমে। সেখান থেকে ৬ কিমি যায় দক্ষিণে। যাত্রাস্থান হতে ঐ স্থানের সোজাসুজি দূরত্ব কত ?
- ৯ কিমি
- ১৩.৪২ কিমি
- ১১ কিমি
- ৬ কিমি
৩২। একটি দেয়াল ঘড়িতে যখন ৯ টা বাজে তখন ঘন্টার কাটা যদি পশ্চিম দিকে থাকে তবে মিনিটের কাটা কোন দিকে থাকবে ?
- উত্তর
- পশ্চিম
- দক্ষিণ
- পূর্ব
৩৩। Problem pattern-এর শূণ্যস্থানে Answer pattern এর কোন চিত্রটি বসবে ?
Problem pattern
৩৪। Give the serial order in which the following word will come in the dictionary?
- Beauty
- Beautiful
- Beat
- Begin
৩৫। নিচের শুন্যস্থানে কোন্টি বসবে ?
৫,১৩,৭,১৫,৯,১৭,১১—
- ১৩
- ১৯
- ২০
- ২১
৩৬।
- ১৯
- ৪৯
- ২১৩
- ১৬৯
৩৭। আগামী পরশু রাজ্জাকের জন্মদিন। পরের সপ্তাহের সেই দিনে একটি উৎসব। আজ রবিবার হলে পরের দিন কি বার হবে ?
- বুধবার
- মঙ্গলবার
- শুক্রবার
- শনিবার
৩৮। TRAIN=98726 হয় তবে TARIN = কত হবে ?
- 97862
- 97826
- 97682
- 69782
৩৯। যদি ৬ জন বালক ৬মিনিটে ৬ পৃষ্ঠঅ লিখতে পারে। তবে একজন বালকের একপৃষ্ঠা লিখতে কত সময় লাগবে ?
- ৬
- ৩
- ২
- ১
৪০। ‘বিকাশ’ শব্দটির সমার্থক শব্দ কোনটি ?
- অভিব্যক্তি
- উন্নয়ন
- উৎপত্তি
- আবির্ভাব
৪১। ‘নিকেতন’ শব্দের সমার্থক শব্দ কোনটি ?
- আলয়
- অট্টালিকা
- বাতাস
- নিকটবর্তী
৪২। আপনার কাকার একমাত্র বড় ভায়ের মেয়ের ছোট ভাই আপনার-
- ভাগ্নে
- ভাতিজা
- ভাই
- মামা
৪৩। নিচের কোন শব্দটি ভিন্ন ধরনের ?
- পৃথিবী
- চাঁদ
- মঙ্গল
- প্লুটো
৪৪। _____ ছাড়া উৎপাদন অসম্ভব।
- কারখানা
- গুদাম
- কাঁচামাল
- অবকাঠামো
৪৫। It is impossible to learn-
- without help
- without reading
- without teacher
- without guidance
৪৬। নিচের ছবিগুলোর কোনটি ভিন্ন ?
৪৭। গাড়ির সাথে যেমন—এর সম্পর্ক , তেমনই খাবার এর সাথে —সম্পর্ক।
- হেডলাইট—রান্না
- রাস্তা—চাল
- তেল—রান্না
- রাস্তা —রান্না
৪৮। একটি পার্টিতে একজন ব্যাক্তি ও তার স্ত্রী তাদের দুই পুত্র ও তাদের স্ত্রী এবং প্রত্যেক পুত্রের চারজন করে সন্তান ছিল। পার্টিতে মোট কতজন উপস্থিত ছিল ?
- ১০
- ১২
- ১৪
- ১৬
৪৯। Press : Television: Radio means-
- Entertainment
- Mass media
- Worldwide news
- Public undertaking
৫০। একটি বর্গক্ষেত্রের পরিসীমা ১৬০ মিলিমিটার হলে এর একটি বাহুর দৈর্ঘ্য কত ?
- ৪০ মিলিমিটার
- ৫০ মিলিমিটার
- ৪৫ মিলিমিটার
- ৩৫ মিলিমিটার
One Comment
AUTHORMd faruq
on September 15, 2017 at 2:41 AM -
high