About ( 4319 Views )
আমরা অনেক সময়ই বিগত বছরের প্রশ্ন খুঁজি। কারন বিগত বছরের প্রশ্ন দেখেই আগামিতে প্রশ্নটা কেমন হতে পারে তার একটা ধারনা পাওয়া যায়। এসব প্রশ্ন খুঁজে পাওয়ার জন্য এর ওর কাছে যেতে হয়, আবার অনেক খোঁজাখুঁজি করেও অনেক সময় ঐ সব প্রয়োজনীয় প্রশ্ন খুঁজে পাওয়া যায়না। তাই prosnobank.com এমন একটা website যা আপনাকে সকল পরীক্ষার প্রশ্ন খুঁজে পেতে সাহায্য করবে। আর আপনি যদি আপনার প্রয়োজনীয় প্রশ্নটি এখানে খুঁজে না পান, তারপর যদি আপনি ওই প্রশ্নটি অন্য কোথাও পান তাহলে ঐ প্রশ্নটি এখানে post দিয়ে দিবেন, কারন যেহেতু প্রশ্নটি আপনার দরকার ছিলো তাই ঐ একই প্রশ্ন অবশ্যই আরও অনেকেরই প্রয়োজন হতে পারে।
আমরা চাচ্ছি আমরা নিজেরাই নিজেদের জন্য বা অনাগত প্রজন্মের কাছে একটা সাজানো ডাটাবেজ তৈরি করতে।
সবাইকে prosnobank.com এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা।