প্রশ্নব্যাংক | আমাদের প্রশ্ন সম্ভার

Ad

৩৪ তম বিসিএস লিখিত পরীক্ষা বাংলা( প্রথম পত্র )


২৯৪
থায়ামিন
বাংলা প্রথম পত্র
বিষয় কোডঃ ০০১
নির্ধারিত সময়-৩ ঘণ্টা
পূর্ণমান-১০০
[দ্রষ্টব্যঃ- ডান পাশে উল্লিখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক।]

১। (ক) বাক্যগুলো শুদ্ধ করুনঃ ১/২ x ১২ = ৬

(১) তিনি স্বচ্ছল পরিবারের সন্তান।
(২) এ খবরটি অত্যান্ত বেদনাদায়ক।
(৩) মুখস্তবিদ্যা পরিহার করা দরকার।
(৪) তিনি পৈত্রিক ভিটায় বসবাস করেন।
(৫) সুশিক্ষিত ব্যক্তি মাত্রই সশিক্ষিত।
(৬) এটি একটি অনুবাদিত গ্রন্থ।
(৭) আমি অপমান হয়েছি।
(৮) এ ব্যক্তি সকলের মাঝে বয়স্ক।
(৯) এ তো তার দূর্লভ সৌভাগ্য।
(১০) তোমার সঙ্গে আমার একটা গোপন পরামর্শ আছে।
(১১) বালকটি আরোগ্য হয়েছে।
(১২) সাভার ট্র্যাজেডির শোকসভায় বিশিষ্ট বুদ্ধিজীবি, বিজ্ঞানী, দার্শনিক প্রমুখগণ শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন।

(খ) যথার্থ শব্দ বা শব্দগুচ্ছ দ্বারা শূন্যস্থান পূরণ করুন: ১ x ৬ = ৬
(১) সুখের দিনে অমন ——— মাছি কত দেখা যায়।
(২) পরীক্ষায় পাস করার জন্য সে ——— পণ করেছে।
(৩) তার সঙ্গে ———- দেখা হয়।
(৪) তাঁর অকাল মৃত্যু এ সংসারে ———– হয়ে দেখা দিল।
(৫) ছলের টাকা ———- যায়।
(৬) আমার কাঁধে ভারী জোয়াল, তুমি তো ভাই ———- ।

(গ) ছয়টি বাক্যে প্রবাদটির নিহিতার্থ ব্যাখ্যা করুন: ১ x ৬ = ৬
আগে-পিছে লন্ঠন, কাজের বেলা ঠন্ঠন্!

(ঘ) বাগধারা ব্যবহার করে বাক্যরচনা করুন: ১ x ৬ = ৬
টনক নড়া; ডামাডোল; কাষ্ঠহাসি; গোড়ায়; লেফাফা দুরস্ত; লেজে গোবরে।

(ঙ) বাংলা পরিভাষা লিখুন: ১ x ৬ = ৬
Abrogate; Booking; Bibliography; Execute; Agenda; Deed.

২। ভাব-সম্প্রসারণ করুন: ২০
মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায়।

৩। সারমর্ম লিখুন: ১০ x ২ = ২০
(ক) হে চিরদীপ্ত, সুপ্তি ভাসাও
জাগার গানে;
তোমার শিখাটি উঠুক জ্বলিয়া
সবার প্রাণে।
ছায়া ফেলিয়াছে প্রলয়ের নিশা,
আঁধারে ধরণী হারায়েছে দিশা।
তুমি দাও বুকে অমৃতের তৃষা
আলোর ধ্যানে!
ধ্বংস তিলক আঁকে চক্রীরা
বিশ্ব-ভালে।
হৃদয় ধর্ম বাঁধা পরিয়াছে
স্বার্থ-জালে।

(খ) নিন্দুকেওে বাসি আমি সবার চেয়ে ভালো
যুগ জনমের বন্ধু আমার আঁধার ঘরের আলো।
সবাই মোরে ছাড়তে পারে বন্ধু যারা আছে
নিন্দুক সে তো ছায়ার মত থাকবে পাছে পাছে।
বিশ্বজনে নিঃস্ব কওে পবিত্রতা আনে
সাধকজনে বিস্তারিতে তার মত কে জানে?

৪। অতি সংক্ষেপে উত্তর লিখুন: ২ x ১৫ = ৩০
(ক) ‘চর্যাপদ’ কত সালে এবং কোন স্থান থেকে উদ্ধার করা হয়?
(খ) বাংলা লিপির উৎস কি?
(গ) ‘মোসলেম ভারত’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
(ঘ) ‘চন্ডীদাস সমস্যা’ কী?
(ঙ) আরাকান রাজসভায় বাংলা সাহিত্য চর্চা করেছেন এমন দুই জন লেখকের নাম লিখুন।
(চ) বাংলা সাহিত্যে ‘ভোরের পাখি’ কে? কেন তাঁকে ভোরের পাখি বলা হয়েছে?
(ছ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রকৃত নাম কী? কোন প্রতিষ্ঠান থেকে তিনি ‘বিদ্যাসাগর’ উপাধি
লাভ করেন?
(জ) বৈশ্বিক প্রেক্ষাপটে প্রতিনিধিত্বশীল চারটি ভাষাগোষ্ঠীর নাম লিখুন।
(ঝ) রবীন্দ্রনাথ ঠাকুরের চারটি নাটকের নাম লিখুন।
(ঞ) বঙ্কিমচন্দ্রের ত্রয়ী উপন্যাসের নাম লিপিবদ্ধ করুন।
(ট) বাংলাদেশে প্রথম কোথায় ও কবে ছাপাখানা প্রতিষ্ঠিত হয়েছিল?
(ঠ) ‘মজলুম আদিব’ কে? এ নামে তিনি কোন গ্রন্থ রচনা করেন?
(ড) রশীদ করীমের চারটি উপন্যাসের নাম লিখুন।
(ঢ) ‘পৃথক পলঙ্কে’র লেখক কে? তিনি কোন সনে মৃত্যুবরণ করেন?
(ণ) ‘বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস’ কী? এর লেখক কে?


One Comment

  1. AUTHORashraf

    on June 29, 2015 at 7:43 PM - Reply

    if we find answer of short question at A time it will be helping. thanks to prosnobank team

Leave a Reply

Allowed Tags

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>