৩৪তম বিসিএস আন্তর্জাতিক বিষয়াবলি
২৯৫
শীতল
আন্তর্জাতিক বিষয়াবলি
বিষয় কোডঃ ০০৭
নির্ধারিত সময়-৩ ঘণ্টা
পূর্ণমান-১০০
[দ্রষ্টব্যঃ- প্রার্থীদিগকে ১নং আথবা ২নং প্রশ্ন এবং অবশিষ্ট প্রশ্নের যে কোনো চারটির উত্তর দিতে হবে। প্রত্যেক প্রশ্নের মান প্রশ্নের শেষ প্রান্তে দেখানো হয়েছে ।]
১। যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিনঃ- ৪ x ৫ = ২০
(ক) জেনেভা কনভেনশন কি এবং এর মূল উদ্দেশ্য কি?
(খ) ট্যারিফ ও ট্যাক্্র এর মধ্যে পার্থক্য উদাহরণসহ আলোচনা করুন।
(গ) সমুদ্রসীমা বিষয়ক আন্তর্জাতিক আদালত বা ট্রাইব্যুনালের কাজ কি? এর সদর দপ্তর কোথায়?
(ঘ) কূটনীতিকগণ কর্মরত অবস্থায় কোনো দেশে কি ধরনের সুবিধাদি ও দায়মুক্তি (Immunities) পায়ে থাকেন?
(ঙ)Balance of Power বলতে কি বুঝায়?
(চ) উপনিবেশবাদ এবং নব-উপনিবেশবাদ বলতে কি বুঝায়? উদাহরণসহ লিখুন।
(ছ) কিয়োটো চুক্তি কি? এ চুক্তিটি কি উদ্দেশ্যে, কোথায় স্বাক্ষরিত হয়েছিল?
২। টীকা লিখুন (যে কোনো পাঁচটি) ৪ x ৫ = ২০
(ক) জাপানের আইনসভা;
(খ) বিশ্বায়ন (Globalization);
(গ) এশিয়ান হাইওয়ে;
(ঘ) এ্যামব্যাসেডর ও হাইকমিশনার;
(ঙ) বাংলাদেশ-ভারত মৈত্রী ও সহযোগিতা চুক্তি;
(চ) নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য দেশের ভূমিকা;
(ছ) World Economic Forum.
৩। (ক) বিংশ শতাব্দী প্রথম মহামন্দা (Great Depression) কখন শুরু হয় এবং এর পিছনে কি কি কারণ ছিল? ১০
(খ) নুরেমবার্গ বিচার বলতে কি বুঝায়? এখানে কাদেও বিচার করা হয়? ১০
৪। (ক) ষোড়শ জোট নিরপেক্ষ আন্দোলনের শীর্ষ সম্মেলন করে, কোথায় অনুষ্ঠিত হয়? ৪
(খ) বিশ্ব রাজনীতিতে জোট নিরপেক্ষ আন্দোলনের ভূমিকা ও কর্মপদ্ধতি সংক্ষেপে আলোচনা করুন। ১০
(গ) জোট নিরপেক্ষ আন্দোলনের মূলনীতিগুলো লিখুন। ৬
৫। (ক) APEC কি? এ সংস্থাটি কত সালে, কাদের উদ্যেগে প্রতিষ্ঠিত হয়? ৪
(খ) APEC এর মূল তিনটি কর্মক্ষেএ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন। ৪ x ৩ = ১২
(গ) APEC কর্তৃক অনুসারিত নীতিমালাগুলো সদস্য দেশগুলোর জন্য কোনো সমস্যা সৃষ্টি করেছে কি? কওে থাকলে পয়েন্ট আকারে লিখুন। ৪
৬। (ক) অর্থনৈতিক কূটনীতির সংজ্ঞা দিন। বর্তমান বিশ্ব ব্যবস্থায় অর্থনৈতিক কূটনীতির গুরুত্ব বৃদ্ধি পাওয়ার কারণসমূহ বিশ্লেষণ করুন। ১০
(খ) মার্কিন যুক্তরাষ্ট্রেও পররাষ্ট্রনীতির নিয়ামকগুলো সাম্প্রতিক সময়ের আলোকে বিশ্লেষণ করুন। ১০
৭। (ক) নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদ সৌদি আরব কর্তৃক প্রত্যাখ্যানের কারণগুলো আলোচনা করুন। ১০
(খ) পণ্য বিনিময় বা বার্টার অব কমোডিটিস বলতে কি বুঝায়? কোন পরিস্থিতিতে পণ্য বিনিময় চুক্তি সম্পাদিত হয়? ১০
৮। (ক) সন্ত্রাসবাদ কি? “মুসলিম বিশ্ব সন্ত্রাসের শিকার”-এ বক্তব্যের সাথে আপনি কি একমত? ব্যাখ্যা দিন। ১০
(খ) জাতিগত সংঘাত বলতে কি বুঝায়? এই সংঘাত সৃষ্টির মূল কারণগুলো বর্ণনা করুন। ১০
8 Comments
AUTHORABU SHAHIN
on September 22, 2015 at 4:13 PM -
I want all questions of 35th bcs written examination.
AUTHORProsno Bank Team
on September 28, 2015 at 4:12 PM -
@ABU SHAHIN
Please visit this link: http://prosnobank.com/category/bcs/written/35th-bcs/
AUTHORsrabon
on May 12, 2015 at 12:10 PM -
Please provide suggestions for 35 thBCS written
AUTHORProsno Bank Team
on May 12, 2015 at 4:39 PM -
Currently we are not providing suggestion, but sure we will add this feature soon.
AUTHORsrabon
on May 12, 2015 at 12:09 PM -
Helpful resource
AUTHORProsno Bank Team
on May 12, 2015 at 4:40 PM -
Thanks.
AUTHORkhokan31
on February 1, 2015 at 3:11 PM -
৩৪ তম ইংরজী লিখিত এর প্রশ্ন চাই
AUTHORProsno Bank Team
on March 14, 2015 at 2:31 AM -
৩৪ তম বিসিএস এর ইংরেজী প্রশ্নপত্র আপলোড করা হয়েছে,
৩৪ তম ইংরেজী প্রথম পত্রঃ http://prosnobank.com/34th-bcs-written-english-1st-paper/
৩৪ তম ইংরেজী দ্বিতীয় পত্রঃ http://prosnobank.com/34th-bcs-english-2nd-paper/