৩৪তম বিসিএস সাধারন বিজ্ঞান ও প্রযুক্তি
২৯৫
বাবুই
বিষয় কোডঃ ০১০
নির্ধারিত সময়-৩ ঘণ্টা
পূর্ণমান-১০০
সাধারণ বিজ্ঞান
মান-৫০
(প্রার্থীদিগকে ১নং প্রশ্নের উত্তর এবং ২নং হতে ৫নং প্রশ্নের যে কোনো তিনটির উত্তর দিতে হবে)
১। (ক) লাউড স্পিকার কি? এটি কিভাবে কাজ করে? ৪
(খ) RUBY LASER এর গঠন বর্ণনা করুন। ৪
(গ) চৌম্বক বলরেখা বলতে কি বুঝেন? এর ধর্মাবলি লিখুন। ৪
(ঘ) ডেঙ্গু হিমোরেজিক ফিভার এর লক্ষণসমূহ কি কি? এর চিকিৎসা উল্লেখ করুন। ৪
(ঙ) একটি সাধারণ বিদ্যুৎ কোষের গঠন প্রণালী বর্ণনা করুন। ৪
২। (ক) বৈদ্যুতিক কোষ এবং ব্যাটারীর মধ্যে পার্থক্য নিরূপণ করুন। ২.৫
(খ) পুকুরের চেয়ে সমুদ্রেও পানিতে সাঁতার কাটা সহজ কেন? ২.৫
(গ) ‘ডিজিটাল’ এবং ‘এনালগ’ এ দুটি শব্দ দিয়ে ইলেকট্রনিক সরঞ্জামের ক্ষেত্রে কি
বুঝানো হয়?
(ঘ) নাইট্রোজেন চক্র কি? সংক্ষেপে লিখুন। ২.৫
৩। (ক) চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের মধ্যে পার্থক্য লিখুন। ২.৫
(খ) শব্দ দূষণ কি? এর ফলে কি ক্ষতি হয়? ২.৫
(গ) একটি বাতির গায়ে 220V-25W লেখা আছে-কথাটির অর্থ কি? ২.৫
(ঘ) মোটর গাড়ীর ইঞ্জিনে ব্যবহৃত কোষে বিশুদ্ধ পানি দিতে হয় কেন? ২.৫
৪। (ক) হীরকের সংকট কোণ ২৮ ডিগ্রি বলতে কি বুঝায়? ২.৫
(খ) সামুদ্রিক জলোচ্ছাস কি এবং কেন ঘটে? ২.৫
(গ) গামা রশ্মি কি? এর প্রভাবে মানুষের কি কি ক্ষতি হতে পার? ২.৫
(ঘ) পেট্রোল ইঞ্জিন এবং ডিজেল ইঞ্জিন গঠনের মূল পার্থক্য কি? ২.৫
৫। (ক) এল.ডি.এল ও এইচ.ডি.এল কি? মানবদেহে এদেও কাজ কি? ২.৫
(খ) রক্তের Rh ফ্যাক্টর কি? এটি কেন গুরুত্বপূর্ণ? ২.৫
(গ) IC কি? এর সুবিধাগুলো লিখুন। ২.৫
(ঘ) স্বরকম্পের প্রয়োগ (Application of Beats) লিখুন। ২.৫
প্রযুক্তি
মান-৫০
(প্রার্থীদিগকে ৬নং প্রশ্নের উত্তর এবং ৭নং হতে ১০নং প্রশ্নের যে কোনো তিনটির উত্তর দিতে হবে)
৬। (ক) সিপিইউ (CPU) এবং মাইক্রোপ্রসেসরের মধ্যে পার্থক্য লিখুন। ৪
(খ) টিলিকমিউনিকেশন কি? স্যাটেলাইট কমিউনিকেশন ও অপটিক্যাল কমিউনিকেশন ৪
সিস্টেমের মধ্যে পার্থক্য লিখুন।
(গ) ই-কমার্স (E-commerce) কি? আধুনিক বিশ্বে এর ক্রমবর্ধমান প্রয়োগ নিয়ে ৪
আলোচনা করুন।
(ঘ) LED কি? এটি কিভাবে কাজ করে? ৪
(ঙ) নিউক্লিয়ার পাওয়ার জেনারেটর কিভাবে বিদ্যুৎ উৎপন্ন করে তা বিস্তারিত ৪
আলোচনা করুন।
৭। (ক) ট্রানজিস্টার কিভাবে অ্যামপ্লিফায়ার হিসাবে কাজ করে আলোচনা করুন। ৫
(খ) কম্পাইলার কি? এর কাজগুলি কি? ৫
৮। (ক) রাডার কি? এটি কিভাবে কাজ করে? ৫
(খ) ডেটা প্রসেসিং কি? এর ধাপগুলো লিখুন। ৫
৯। (ক) জেনারেটর ও মটরের মধ্যে পার্থক্য লিখুন। ২.৫
(খ) ৬ষ্ঠ প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্য লিখুন। ২.৫
(গ) ই-মেইল কি? ইহা কিভাবে কাজ করে? ২.৫
(ঘ) টেলিভিশনের পিকচার টিউবের কাজ কি? ২.৫
১০। (ক) ডেটা ও ইনফরমেশনের সংজ্ঞা লিখুন।
(খ) অপটিক্যাল ফাইবার (Optical Fiber) কি? এই ফাইবার এর প্রয়োগ ২.৫
উল্লেখ করুন।
(গ) হাইলেভেল ও লোলেভেল প্রোগ্রামিং ল্যাংগুয়েজ এর মধ্যে দু’টি পার্থক্য লিখুন। ২.৫
(ঘ) Laser Printing প্রযুক্তি বলতে কি বুঝিন? ২.৫