৩৪তম বিসিএস বাংলাদেশ বিষয়াবলি (দ্বিতীয় পত্র)
২৯৪
এশিয়া
বাংলাদেশ/ দ্বিতীয় পত্র
বিষয় কোড: ০০৬
নির্ধারিত সময়-৩ ঘণ্টা
পূর্ণমান-১০০
[দ্রষ্টব্যঃ- প্রার্থীদিগকে ১নং প্রশ্নের এবং অবশিষ্ট প্রশ্নের যে কোনো চারটির উত্তর দিতে হবে। প্রত্যেক প্রশ্নের মান সমান।]
১। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কোন সালের কোন তারিখ হতে কার্যকর হয়? এতে বিধৃত
মৌলিক অধিকারসমূহ বর্ণনা করুন এবং কি পরিস্থিতিতে এবং কোন অনুযায়ী মৌলিক অধিকার
সাময়িকভাবে স্থগিত করা যায়?
২। সুশাসন জনপ্রশাসনের একটি সর্বগৃহীত বৈশিষ্ট্য হিসেবে স্বীকৃত। বিষয়টি ব্যাখ্যাপূর্বক সুশাসন
এর উপওে বিস্তারিত আলোচনা করুন। সুশাসন প্রতিষ্টায় বাংলাদেশের সাফল্য ব্যর্থতা এবং
আপনার মতামত বর্ণনা করুন।
৩। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের আলোকে নিুের যে কোনো চারটি প্রশ্নের উত্তর লিখুন ঃ-
(ক) সংবিধানে রাষ্ট্রধর্ম সম্পর্কিত বিধান কি?
(খ) সংবিধানের প্রাধান্য বলতে কি বোঝায় তা অনুচ্ছেদ উল্লেখপূর্বক বর্ণনা করুন।
(গ) সংবিধানে রাষ্ট্রের মৌলিক দায়িত্ব হিসাবে নাগরিকদের জন্য কি কি বিষয়সমূহ অর্জন
নিশ্চিত করার কথা বলা হয়েছে?
(ঘ) চলাফেরার ও সমাবেশের স্বাধীনতা সম্পর্কিত সংবিধানের বিধানদ্বয় কি কি এবং তা
কোন কোন অনুচ্ছেদে রয়েছে?
(ঙ) জাতীয় সংসদেও সদস্য নির্বাচিত হওয়ার যোগ্যতা ও অযোগ্যতা উল্লেখ করুন।
৪। জাতিয় শিক্ষানীতি ২০১৩ এর মৌলিক বৈশিষ্ট্যসমূহ উল্লেখ করুন। এই শিক্ষানীতি
বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার কি ধরনের সংস্কার নিশ্চিত করতে পারে-বিস্তারিত বর্ণনা করুন।
৫। বাংলাদেশের ভৌগলিক বৈশিষ্ট্যসমূহ আলোচনা করুন। সংক্ষেপে বাংলাদেশের সাংস্কৃতিক
বৈশিষ্ট্য ও ঐতিহ্য আলোচনা করুন।
৬। বাজার অর্থনীতির প্রেক্ষাপটে বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনার প্রাসঙ্গিকতা প্রাতিষ্ঠানিক কাঠামো
প্রক্রিয়া ও পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোকপাত করুন।
৭। সিভিল সোসাইটি কি? এর বৈশিষ্ট্যসমূহসহ লিখুন। বাংলাদেশে সিভিল সোসাইটির সঠিক রূপ,
কার্যক্রম এবং সরকারের সাথে এর সম্পর্ক বিষয়ে আলোচনা করুন এবং এর কাঙ্খিত ভূমিকা
ঊাংলাদেশে কি হতে পারে বলে আপনি মনে করেন তাও উল্লেখ করুন।
৮। বাংলাদেশে ঋণ প্রদানে আইএমএফ, বিশ্বব্যাংক ও এডিবির সমধর্মী শর্তগুলো কি কি? সকল
শর্তই কি পরিহার করতে পারলে তা পরিহার করা উচিত এবং শর্তগুলো সঠিক বা আংশিক
জনস্বার্থের অনুকূল কি? মতামত দিন।
2 Comments
AUTHORMahadi
on April 20, 2015 at 4:05 PM -
Thank a lot. When we will get all public exam questions?
AUTHORProsno Bank Team
on April 21, 2015 at 11:40 PM -
You are most welcome.
আমরা বাংলাদেশের সকল পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র এখানে আপলোড করার জন্য চেস্টা করে যাচ্ছি, যাতে এখানে সকল প্রশ্নপত্রই পাওয়া যায়, তাছারা এখানে একটি অপশন আছে যাতে যে কেউ এই সাইটে প্রশ্নপত্র সংযোজন করতে পারে, এটির ব্যাবহার বাড়লে হয়ত প্রশ্নপত্র পাওয়াটা আরো সহজ হবে।