প্রশ্নব্যাংক | আমাদের প্রশ্ন সম্ভার

Ad

৩৪তম বিসিএস বাংলাদেশ বিষয়াবলি (প্রথম পত্র)


২৯৪
বাবুই
বাংলাদেশ/ প্রথম পত্র
বিষয় কোডঃ ০০৫
নির্ধারিত সময়-৩ ঘণ্টা
পূর্ণমান-১০০

[দ্রষ্টব্যঃ- প্রার্থীদিগকে ১নং প্রশ্নের থেকে ৬নং প্রশ্নের মধ্য হতে চারটি এবং অবশিষ্ট প্রশ্নের যে কোনো চারটির উত্তর দিতে হবে। প্রত্যেক প্রশ্নের মান শেষ প্রান্তে দেখানো হয়েছে।]

১। ১৮৭১ সাল হতে ২০১১ সাল পর্যন্ত জনগণনাসমূহে প্রপ্ত তথ্য অনুযায়ী এদেশের ডেমোগ্রাফিক বৈশিষ্ট্য বর্ণনা করুন।   ১৫

২। বাংলাদেশের অভ্যুদয়ে বাঙালি সংস্কৃতি কিভাবে প্রাণশক্তি হিসেবে কাজ করেছে? ১৫

৩। ১৯৪৭ উত্তর সময়ে বাংলাদেশ অঞ্চলে বাংলা সাহিত্যের যে বিকাশ সাধিত হয়েছে এর বর্ণনা দিন। ১৫

৪। বাংলাদেশে জলসেচন কর্মে জলসম্পদের অপচয় সম্পর্কে বিশদভাবে লিখুন।  ১৫

৫। বাংলাদেশে মানবসম্পন বিকাশে প্রচলিত শিক্ষা ব্যবস্থার তাৎপর্য ব্যাখ্যা করুন।  ১৫

৬। বাংলাদেশে অর্থনীতির বিকাশের জন্য এ যাবত গৃহীত কৌশল ও নীতিসমূহের সমালোচনামূলক পর্যালোচনা করুন। ১৫

৭। টীকা লিখুন (যে কোনো পাঁচটি): –        ২ x ৫ = ১০
(ক) GNP;
(খ) লোকগীতি;
(গ) পিন্টমিডিয়া;
(ঘ) ললিতকলা;
(ঙ) কাব্যসাহিত্য;
(চ) সুশীলসমাজ;
(ছ) নগর সভ্যতা।

৮। (ক) সমুদ্রজলস্ফীতি জনিত কারণে বাংলাদেশের কি বিপদ ঘটতে পারে?            ৫
(খ) বৃষ্টিপাত হ্রাসজনিত কারণে বাংলাদেশে এর কি প্রভাব পড়তে পারে?            ৫

৯।  (ক) বাংলাদেশে পরমাণু বিদ্যুতের সম্ভাবনা কি?            ৫
(খ) বাংলাদেশের তাপবিদ্যুৎ কেন্দ্রগুলো ভবিষ্যতে কি সঙ্কটে পড়তে পারে?            ৫

১০। (ক) বাংলাদেশে কি কি পরমাণু খনিজ আছে?                     ২
(খ) অ্যাপারেল্স্ উৎপাদনে বাংলাদেশের অবস্থান কি?            ২
(গ) চিনি শোধন শিল্পে বাংলাদেশের সাফল্য কি?            ২
(ঘ) বন্যপ্রাণি সংরক্ষণে বাংলাদেশের সাফল্য ও ব্যর্থতা কি?            ৪

১১। (ক) বাংলাদেশে প্রাথমিক ও গণশিক্ষা ব্যবস্থার অগ্রগতি কতটুকু?            ৪
(খ) বাংলাদেশের উচ্চ শিক্ষা বিকাশে অ-সরকারি বিশ্ববিদ্যালয়সমূহের ভূমিকা            ৬
ব্যাখ্যা করুন।

১২। সংক্ষিপ্ত বর্ণনা দিন:-        ২ x ৫ = ১০
(ক) ম্যানগ্রোভ অরণ্য;
(খ) বিপন্ন প্রণীকূল;
(গ) পর্ণমোচি বৃক্ষেও বন;
(ঘ) পরমাণু শক্তি কমিশন;
(ঙ) তিতাস গ্যাস ক্ষেত্র।


Leave a Reply

Allowed Tags

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>