প্রশ্নব্যাংক | আমাদের প্রশ্ন সম্ভার

Ad

৩৩তম বিসিএস সাধারন বিজ্ঞান ও প্রযুক্তি


কোড নামঃ JUNE
বিষয় কোড: ০১০
নির্ধারিত সময়ঃ ৩ ঘন্টা
পূর্ণমানঃ ১০০
[দ্রষ্টব্য: বাংলা অথবা ইংরেজি যে কোনো একটি ভাষায় প্রশ্নের উত্তর দিতে হবে। তবে টেকনিক্যাল শব্দগুলো ইংরেজিতে লেখা চলবে। প্রত্যেক প্রশ্নের মান প্রশ্নের শেষ প্রান্তে দেখানো হয়েছে।]

সাধারণ বিজ্ঞান
মান—৫০

(প্রার্থীদিগকে ১নং প্রশ্নের উত্তর এবং ২নং হতে ৫নং প্রশ্নের যে কোনো তিনটির উত্তর দিতে হবে।)

১। (ক) লেজার (LASER) কি? এর প্রয়োগ আলোচনা করুন।
(খ) সাধারণ পানি ও কঠিন পানি এর মধ্যে পার্থক্য কি? পানি খরতার কারণ কি? এবং কিভাবে তা দূর করা যায়?
(গ) মানবদেহে রক্তের গ্র“পগুলো কি কি? মানবদেহে কিডনীর কাজ কি?
(ঘ) CFC কি? এটা কি ক্ষতি করে?
(ঙ) ‘পৃথিবী একটি বিরাট চুম্বক’—ব্যাখ্যা করুন।

২। (ক) Systolic ও Diastolic Pressure বলতে কি বুঝায় ব্যাখ্যা করুন।
(খ) ডায়াবেটিক ও ইনসুলিন-এর মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করুন।
(গ) হিমোগ্লোবিন কি? এর কাজ কি?
(ঘ) অতি পরিচিত পাঁচটি পানিবাহি রোগের নাম লিখুন।

৩। (ক) ‘VIBGYOR’ কি? আকাশ নীল দেখায় কেন?
(খ) প্রতিধ্বনি কি? প্রতিধ্বনির কয়েকটি ব্যবহার উল্লেখ করুন।
(গ) বৈদ্যুতিক নিরাপত্তা ফিউজ ও আর্থ তার কি? বৈদ্যুতিক সার্কিটে এদের ব্যবহারের সুবিধা লিখুন।
(ঘ) X-ray কি? চিকিৎসা বিজ্ঞানে X-ray -এর গুরুত্ব কি?

৪। (ক) রঙিন টিভিতে কোন কোন আলোকে রশ্মি ব্যবহার করা হয়? এ সব রশ্মি কিভাবে সৃষ্টি করা যায়?
(খ) ‘রকেট’ কি? ইহা কি কৌশলে কাজ করে?
(গ) ‘বজ্রপাত’ কি? ইহা কিভাবে রোধ করা যায়?
(ঘ) ‘নিয়ন’ গ্যাস কোথায় পাওয়া যায়? এ গ্যাস কিভাবে কাজে লাগে?

৫। (ক) Vaccine কি? ভ্যাক্সিন (Vaccine)- এর প্রয়োগ লিখুন।
(খ) ইনসুলিন কি? এর কাজ কি?
(গ) প্রোটিন কি? এর তিনটি গুরুত্ব লিখুন।
(ঘ) কেমোথেরাপি কি? ইহা কেন ব্যবহার করা হয়?

প্রযুক্তি
মান—৫০

(প্রার্থীদিগকে ৬নং প্রশ্নের উত্তর এবং ৭নং হতে ১০নং প্রশ্নের যে কোনো তিনটির উত্তর দিতে হবে।)

৬। (ক) পঞ্চম প্রজন্ম কম্পিউটার বলতে কি বুঝায়? এর বৈশিষ্ট্যগুলি লিখুন।
(খ) ট্রান্সফর্মার কি? ট্রান্সফর্মারের প্রধান উপাদানগুলো কি কি?
(গ) মনিটর প্রিন্টার ও কিবোর্ডের কার্যপদ্ধতি লিখুন।
(ঘ) স্যাটেলাইট কি? ইহা কত প্রকার ও কি কি?
(ঙ) ভোল্টেজ স্ট্যাবিলাইজার কি? বিভিন্ন প্রকার ভোল্টেজ স্ট্যাবিলাইজারের সুবিধা ও অসুবিধা উল্লেখ করুন।

৭। (ক) ইনপুট ও আউটপুট ডিভাইস কাকে বলে? উদাহরণসহ লিখুন।
(খ) একটি ডিসি মোটরের গঠন ও কার্যপ্রণালী বর্ণনা করুন।

৮। (ক) TCP/IP কি? UPS কি? এটি কেন ব্যবহার করা হয়?
(খ) ইন্টারনেট কি? ইন্টারনেট ব্যবহারে সুবিধা ও অসুবিধাগুলো বর্ণনা করুন।

৯। (ক) কম্পিউটার (সফ্টওয়ার) এর সোর্স কোড কি? সোর্স কোড উন্নয়নে ব্যবহার হয় এমন দু’টি সফ্টওয়ার এর নাম লিখুন।
(খ) কম্পিউটার সিস্টেম হ্যাকিং বলতে কি বুঝায়? হ্যাকিং এর একটি উদাহরণ লিখুন।
(গ) কম্পিউটার ভাইরাস কিভাবে কাজ করে? ভাইরাস প্রতিরোধে ব্যবহার হয় এমন দু’টি সফ্টওয়ার এর নাম লিখুন।
(ঘ) ডিজিটাল স্বাক্ষর কি এবং তা কেন গুরুত্বপূর্ণ?

১০। (ক) Machine Language কি? Compiler কিভাবে কাজ করে?
(খ) কম্পিউটারে সাধারণত কি কি পোর্ট থাকে? কোন পোর্ট-এ প্রিন্টার সংযোগ দেয়া হয়?
(গ) HTML-এর পূর্ণরূপ লিখুন। HTML কিভাবে কাজ করে?
(ঘ) LAN কি? কম্পিউটার নেটওয়ার্কে ব্যবহৃত তারবিহিন প্রযুক্তির নাম কি? এ প্রযুক্তির মূল অসুবিধা কি?


Leave a Reply

Allowed Tags

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>