৩৩তম বিসিএস বাংলাদেশ বিষয়াবলি (দ্বিতীয় পত্র)
কোড নামঃ মাঘ
বিষয় কোড: ০০৬
পত্রঃ দ্বিতীয়
নির্ধারিত সময়ঃ ৩ ঘন্টা
পূর্ণমানঃ ১০০
[দ্রষ্টব্যঃ বাংলা অথবা ইংরেজি যে কোনো একটি ভাষায় উত্তর দেওয়া যাবে। প্রার্থীদিককে ১ নম্বর প্রশ্নের এবং অবশিষ্ট প্রশ্নের যে কোনো সাতটির উত্তর দিতে হবে। প্রত্যেক প্রশ্নের মান প্রশ্নের শেষ প্রান্তে দেখানো হয়েছে।]
১। যে কোনো আটটি প্রশ্নের দিনঃ
(ক) বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি?
(খ) বাংলাদেশের ক্ষুদ্রতম বিভাগ কোনটি?
(গ) আয়তনে বাংলাদেশের বৃহত্তম জেলা কোনটি?
(ঘ) বঙ্গদেশে কবে আর্যদের আবির্ভিব ঘটে?
(ঙ) কোন মুসলিম সর্বপ্রথম সমগ্র বাংলাদেশের অধিপতি হন?
(চ) মুগল সাম্রাজের প্রতিষ্ঠাতা কে?
(ছ) পলাশীর যুদ্ধ কবে সংঘটিত হয়?
(জ) বাংলাদেশের সর্বোচ্চ খেতাব কোনটি?
(ঝ) DPT–এর পূর্ণরূপ কি?
(ঞ) TT-এর পূর্ণরূপ কি?
২। বাংলাদেশের দশটি সুন্দরতম পর্যটন কেন্দ্রের নাম কি?
৩। (ক) বাংলাদেশের ভূ-প্রকৃতি কিরূপ?
(খ) বাংলাদেশের কোন কোন এলাকা নিয়ে পার্বত্য চট্টগ্রাম গঠিত?
৪। (ক) ছিট মহল কি?
(খ) স্ট্রিপ ম্যাপ কি?
৫। (ক) আবহাওয়া বলতে কি বুঝায়?
(খ) ঢাকায় শায়েস্তা খানের নির্মিত কীর্তিগুলি কি কি?
(গ) পলাশীর যুদ্ধ কবে সংঘটিত হয়?
৬। (ক) বঙ্গবঙ্গ কি?
(খ) রাষ্ট্রভাষা বাংলার দাবিতে সর্বদলীয় কেন্দ্রিয় রাষ্ট্রভাষা পরিষদ কবে গঠিত হয়?
(গ) বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নায়ক কে?
৭। (ক) স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল?
(খ) কবে কোথয় স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠার শপথ নেয়া হয় ?
(গ) শহীদ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে?
৮। (ক) নদী কাহকে বলে?
(খ) বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি ?
(গ) বাংলাদেশের বৃহত্তর ব-দ্বীপ কোনটি?
৯। (ক) ঢাকায় অবস্থিত এশিয়ার বৃত্তহম ডায়বেটিক হাসপাতাল কোনটি?
(খ) বঙ্গোপসাগর কোন মহাদেশের অংশবিশেষ?
(গ) বঙ্গোপসাগরের সীমারেখা কি?
১০। (ক) পৃথিবীর মানুষ সবচেয়ে বেশি মাত্রায় আক্রান্ত হয় কোন দূষণ প্রক্রিয়ায়?
(খ) নিসর্গ কর্মসূচী কি?
(গ) বাংলাদেশের প্রাথমিক শিক্ষা কত ধরনের এবং কি কি?
১১। (ক) সংবিধান কি?
(খ) বাংলাদেশ সংবিধানের মূল চার নীতি কি কি?
(গ) বঙ্গবন্ধুর (শেখ মুজিবুর রহমান)-এর প্রতিকৃতি সংরক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে সংবিধানের কোন অনুচ্ছেদে?
১২। (ক) মহামান্য রাষ্ট্রপতি কাদেরকে শপথ বাক্য পাঠ করান?
(খ) মহামান্য রাষ্ট্রপতি পদাধিকার বলে কোন কোন সংস্থার প্রধান?