৩২তম বিসিএস আন্তর্জাতিক বিষয়াবলি – ২০১২
বিষয় কোড: ০০৭
নির্ধারিত সময়ঃ ৩ ঘন্টা
পূর্ণমানঃ ১০০
[দ্রষ্টব্যঃ বাংলা অথবা ইংরেজি যে কোনো একটি ভাষায় উত্তর দেওয়া যাবে। প্রার্থীদিককে ১ এবং ২ নম্বর প্রশ্নের এবং অবশিষ্ট প্রশ্নের যে কোনো চারটির উত্তর দিতে হবে। প্রত্যেক প্রশ্নের মান প্রশ্নের শেষ প্রান্তে দেখানো হয়েছে।]
১। যে কোন দশটি প্রশ্নের উত্তর দিন: ২x১০ = ২০
ক) পার্বত্য চট্টগ্রাম চুক্তি, যা সাধারণভাবে শান্তিচুক্তি নামে পরিচিত, কত তারিখে কোন সনে সম্পাদিত হয়?
খ) মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারি প্রথম দেশ কোনটি? কোন তারিখে এই স্বীকৃতি প্রদান করা হয়?
গ) ফেসবুক কী ? এর আবিস্কারক কে?
ঘ) ICIMOD কী ? এ সংস্থার সদস্য কারা?
ঙ) ভারতীয় পার্লামেন্টের কক্ষ দুটির নাম কী?
চ) কিয়োটা প্রটোকল কোথায় গৃহীত হয়? এর মেয়াদ কখন শেষ হবে?
ছ) Witness to surrender এবং Surrender at Dhaka বই দুটির লেখক কারা?
জ) জাতিসংঘের নিরাপত্তা পরিষদর কোন কোন সদস্য রাষ্ট্রের ‘ভেটো’ প্রয়োগের ক্ষমতা রয়েছে?
ঞ) কোন সনে বাংলাকে ভাগ করা হয়? ঐ সময় ভারতের গর্ভনর জেনারেল কে ছিলেন?
ট) ওসামা বিন লাদেনকে হত্যাকারী মার্কিন বাহিনীর বিশেষ ইউনিটের নাম কী ?
ঠ) ইসলামী সম্মেলন সংস্থার বর্তমান মহাসচিব কে? তিনি কোন দেশের নাগরিক ?
ড) বিখ্যাত গ্যাটিসবার্গ বক্তৃতা (Gettysburg Address) কে, কখন প্রদান করেন?
২। টীকা লিখুন (যে কোনো পাঁচটি): ৪x৫ = ২০
ক) জাতিসংঘের সহস্রাব্দের লক্ষ্যমাত্রা (MDGs):
খ) আরব বসন্ত (Arab Spring)।
গ) জলবায়ূ পরিবর্তন (Climate Change):
ঘ) দারিদ্র বিমোচন কৌশলপত্র (PRSP):
ঙ) বিশ্বায়ন (Globalization) :
চ) ইন্টারপোল (Interpol);
৩। বাংলাদেশ ও ভারতের মধ্যে কয়টি অভিন্ন নদী রয়েছে? উভয দেশের পানি বন্টন সমস্যাটির সমাধান কিভাবে হতে পারে আলোচনা করুন । ১৫
৪। স্নায়ুযুদ্ধ কি? স্নায়ুযুদ্ধ পরবর্তী বিশ্বের রাজনীতির প্রকৃতি ও প্রবণতা সম্পর্কে আলোচনা করুন। ১৫
৫। মিয়ানমারের সাথে বাংলাদেশের সম্পর্কের টানা-পোড়েন পর্যালোচনা করে উভয় দেশের মধ্যে সর্ম্পকোন্নয়নের জন্য করণীয় সম্পর্কে আলোচনা করুন। ১৫
৬। আঞ্চলিক সহযোগিতার ফোরাম হিসেবে সার্ক (SAARC) এর সাফল্য ও ব্যর্থতা নিয়ে আলোচনা করুন। ১৫
৭। জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশী শান্তিরক্ষীদের ভুমিকা ও অবদানের মূল্যায়ন করুন। ১৫
৮। গ্রীসের অর্থনৈতিক মন্দা ইউরোজোনে কী বিরুপ প্রভাব ফেলেছে? সংকট উত্তরণে ইউরোজোনের দেশগুলি কী কী পদক্ষেপ নিয়েছে? ১৫