প্রশ্নব্যাংক | আমাদের প্রশ্ন সম্ভার

Ad

৩১তম বিসিএস বিজ্ঞান ও প্রযুক্তি – ২০১১


বিষয় কোড: ***
নির্ধারিত সময়ঃ ৩ ঘন্টা
পূর্ণমানঃ ১০০
[দ্রষ্টব্যঃ বাংলা অথবা ইংরেজি যে কোনো একটি ভাষায় উত্তর দেওয়া যাবে। প্রার্থীদিককে ১নম্বর প্রশ্নের এবং অবশিষ্ট প্রশ্নের যে কোনো তিনটির উত্তর দিতে হবে। প্রত্যেক প্রশ্নের মান প্রশ্নের শেষ প্রান্তে দেখানো হয়েছে।]

সাধারণ বিজ্ঞানঃ
মান-৫০


১। ক) শব্দ শ্রবণ প্রক্রিয়া বর্ণনা করুন। প্রতিধ্বনির সাহায্যে কিভাবে ভূ-অভ্যন্তরস্থ খনিজ পদার্থের অস্তিত্ব নির্ণয় করা যায়?
খ) বহুরূপতা বলতে কি বুঝায়? কার্বনের বহুরুপতা বর্ণনা করুন।
গ) ভূমিকম্পের কারণগুলো কী কী ?
ঘ) ব্লাড ক্যান্সার কত প্রকার ? এর চিকিৎসা সম্পর্কে সংক্ষেপে লিখুন।
ঙ) ডায়া চৌম্বক, পারা চৌম্বক পদার্থ বলতে কী বুঝায়?

২। ক) নবায়নযোগ্য জ্বালানি বা শক্তির উৎস কোনগুলো? এদের ব্যবহার উল্লেখ করুন।
খ) আর্সেনিক কী ? পানিতে কিভাবে আর্সেনিক দূষণ ঘটে?
গ) শব্দ দূষণ কী ? এর ফলে কী কী ক্ষতি সাধিত হয়?
ঘ) এলপিজি (LPG)-এর পূর্ণরূপ কী? এর মধ্যে প্রধান গ্যাসগুলা কী কী ?

৩। ক) অ্যানজিনস (ANGINS) বলতে কী বুঝায়? পেসমেকার (PACEMAKER) কী ?
খ) ফরমালিন বলতে কী বুঝায় ? এটি কী কাজে ব্যবহার করা হয়?
গ) হরমোন কী ? মানবদেহে হরমোনের কাজ উল্লেখ করুন।
ঘ) ভিটামিন ‘এ’ ও ‘কে’ -এর কাজ কী ?

৪। ক) সাবমেরিন ক্যবল কী ? এর কাজ কী ?
খ) শুঙ্ক কোষ কী ? দুটি শুঙ্ক কোষের নাম লিখুন।
গ) চুম্বক তৈরি করা যায় এমন ধাতুগুলো কী কী? চুম্বকের দুটি প্রয়োগের নাম লিখুন।
ঘ) কী কী কারণে বিদ্যুতের সিস্টেম লস হয়?

৫। ক) আলোর বিচ্ছুরণ ও বর্ণালী ব্যাখ্যা করুন। সৌর বর্ণালী কী ?
খ) মালটিমিটার কী ? এর গঠন বর্ণনা করুন (চিত্রসহ)।

প্রযুক্তি
মান-৫০


(প্রার্থীদেরকে ৬ নং ও ৭নং হতে ১০ নং পর্যন্ত যে কোন তিনটির উত্তর দিতে হবে)

৬। ক) কম্পিউটার সফটওয়্যার কী? সফটওয়্যার এর প্রয়োগগুলো লিখুন।
খ) নিউক্লিয়ার পাওয়অর জেনারেটর কিভাবে বিদ্যুৎ উৎপাদন করে?
গ) জঅউঅজ কী ? এটি কিভাবে কাজ করে? বর্ণনা করুন।
ঘ) একটি বৈদ্যুতিক প্লাগ-এ ৩য় পিন-এর কাজ কী ? রেধ কী ?
ঙ) তড়িৎ মোটর কী ? ট্রান্সফর্মারের সাথে এর পার্থক্য কী ?

৭। ক) সংক্ষেপে আনলগ সংকেতকে ডিজিটাল সংকেতে পরিবর্তন প্রক্রিয়া ব্যাখ্যা করুন।
খ) একটি খ.ঈ -এর গঠনপ্রণালী বর্ণনা করুন।

৮। ক) কম্পিউটারের মেমোরীকে কয়ভাগে ভাগ করা যায়? এদের বেশিষ্ট্য উল্লেখ করুন।
খ) প্রোগ্রামিং ভাষা কী ? প্রোগ্রামিং ভাষার বিভিন্ন স্তরের নাম লিখুন।

৯। ক) ইন্টারনেট কী? কিভাবে ইন্টারনেট সংযোগ বন্ধ করা যায়?
খ) কিভাবে মেইন চেক করা হয়। কিভাবে মেইল পড়া যাবে এবং কিভাবে মেইল মুছা যাবে?

১০। ক) WIMAX প্রযুক্তি কী ? Facebook Account খোলার পদ্ধতি বর্ণনা করুন।
খ) Information Technology বলতে কী বুঝায়? TCP/IP Protocol Suit বর্ণনা করুন।


Leave a Reply

Allowed Tags

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>