৩১তম বিসিএস বাংলাদেশ বিষয়াবলি (দ্বিতীয় পত্র) – ২০১১
বিষয় কোড: ০০৬
পত্রঃ দ্বিতীয়
নির্ধারিত সময়ঃ ৩ ঘন্টা
পূর্ণমানঃ ১০০
[দ্রষ্টব্যঃ বাংলা অথবা ইংরেজি যে কোনো একটি ভাষায় উত্তর দেওয়া যাবে। প্রার্থীদিককে ১ নম্বর প্রশ্নের এবং অবশিষ্ট প্রশ্নের যে কোনো সাতটির উত্তর দিতে হবে। প্রত্যেক প্রশ্নের মান প্রশ্নের শেষ প্রান্তে দেখানো হয়েছে।]
১। সংক্ষেপে বর্ণনা করুন (গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের আলোকে)
ক) জাতীয় সংস্কৃতি
খ) সম্পত্তির অধিকার
গ) ধর্মীয় স্বাধীনতা
ঘ) প্রশাসনিক ট্রাইবুনাল
ঙ) বাংলাদেশের স্বাধনিতা যুদ্ধ
চ) সম্পূরক বা অতিরিক্ত মজুরি
ছ) রাষ্ট্রপতির অভিশংসন
জ) সংসদীয় কার্যাবলি।
২। ক) বাংলাদেশের জাতীয় সংসদের সদস্য হবার যোগ্যতা এবং অযোগ্যতা সম্পর্ক বর্ণনা করুন্। ৫
খ) মন্ত্রসভা গঠন প্রক্রিয়ায় বাংলাদেশের সংবিধানের বিধান উল্লেখ করুন। ৫
৩। ক) কেন্দ্রীয় সরকারের সাথে স্থানীয় সরকারের সম্পর্ক সুশাসন প্রতিষ্ঠায় কী হওয়া উচিত? ৫
খ) স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের দুর্বল দিকগুলো উল্লেখ করুন। ৫
৪। সিভিল সোসাইটির বৈশিষ্ট্যসমূহ লিখুন। সিভিল সোসাইটির সাথে সরকারের সম্পর্ক কী হওয়া উচিত? বর্ণনা করুন। ১০
৫। ক) বাংলাদেশের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যক্রম এনজিওদের ভূমিকা লিখুন। ৫
খ) বাংলাদেশের নারীর ক্ষমতায়ন সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপসমূহ সংক্ষেপে উল্লেখ করুন। গৃহীত পদক্ষেপগুলো CEDAW (Convention on the Elimination of Discrimination Against Woman) সমর্থন করে কি? ৫
৬। জাতীয় শিক্ষানীতি-২০১০ এর মৌলিক বৈশিষ্ট্যসমূহ উল্লেখ করুন। এ শিক্ষানীতি বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় কী ধরনের সংস্কার নিশ্চিত করতে পারে? ১০
৭। বাংলাদেশের কৃষি জি অকৃষি কাজে স্থানান্তরিত হবার স্বরূপ ও সংকট বিশ্লেষণ করুন। এ সংকট মোচনের উপায়গুলো কী কী ? ১০
৮। বাংলাদেশের সাথে অন্যান্য দেশের কতটি আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তি আছে? বাংলাদেশের বাণিজ্র ঘাটতি নিরসনে আঞ্চলিক বাণিজ্য চুক্তিগুলো কী ধরনের ভূমিকা রাখতে পারে? আলোচনা করুন । ১০
৯। বাংলাদেশে ঋণপ্রদানে আইএমএফ, বিশ্বব্যাংক ও এডিবির সমধর্মী শর্তগুলো কী কী? শর্তযুক্ত ঋন পরিহার করা সম্ভব কি? যৌক্তিক পরামর্শ দিন। ১০
১০। গণতান্ত্রিক পরিবেশ উন্নয়নে রাজনৈতিক দলসূহের ভূমিকা কী হওয়া উচি? গণতান্ত্রিক সংস্কৃতি চর্চায় সিভিল-সেনাবাহিনী সম্পর্কে কতটা প্রয়োজনীয়? আলোচনা করুন। ১০