৩১তম বিসিএস বাংলাদেশ বিষয়াবলি (প্রথম পত্র) – ২০১১
বিষয় কোড: ০০৫
পত্রঃ প্রথম
নির্ধারিত সময়ঃ ৩ ঘন্টা
পূর্ণমানঃ ১০০
[দ্রষ্টব্য: প্রার্থীদিগকে যে কোনো দশটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেক প্রশ্নের মান সমান। বাংলা অথবা ইংরেজী যে কোনো একটি ভাষায় প্রশ্নের উত্তর দিতে হবে। সকল প্রশ্নের মান সমাান।]
১। টীকা লিখুন (যে কোন চারটি):
ক) ষষ্ঠ পঞ্চ-বার্ষিক পরিকল্পনা;
খ) জাতীয় প্রতীক;
গ) লালন শাহ্
ঘ) তিতুমীরের বাঁশের কেল্লা;
ঙ) উৎসে আয়কর;
চ) সরকারি-বেসরকারি অংশীদারিত্ব।
২। ঐতিহাসিক ভাষা আন্দোলন বাংগালীর সাংস্কৃতিক পুনর্জাগরণ ও আমাদের স্বাধীনতা অর্জনের বীজ বপন কী ভূমিকা রেখেছিল?
৩। HIES (Household Income & Expenditure Survey) ২০১১-তে সংগৃহিত প্রধান তথ্য সমূহ কী কী এবং বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়ন কৌশলে এর কী প্রভাব পড়া উচিত বলে আপনি মনে করেন?
৪। সহস্রাব্ধ উন্নয়ন লকষ্যমাত্রাসমূহ কী কী, এবং তা অর্জনে বাংলাদেশের অনুসৃত কৌশল ও অর্জিত সাফল্যসমূহ আলোচনা করুন।
৫। বাংলাদেশের হাওর অঞ্চলের প্রদান সমস্যাসমূহ কী কী এবং কিভাবে ঐ এলাকার অধিবাসীদের জীবনযাত্রার মানের উন্নতি দ্রুততর করা যায়?
৬। বৈদেশিক কর্মসংস্থনে ও রেমিটেন্স আয় বর্ধনে বাংলাদেশের বর্তমান সাফল্য এবং তা ধরে রাখার জন্য ভবিষ্যৎ চ্যালেঞ্জের চিত্র তুলে ধরুন।
৭। সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় যোগ্যতাসূহ কী কী ? সংসদ সদস্যের আসন কেন এবং কখন শূন্য ঘোষনা করা যায়?
৮। পাটের জিনোম ডিকোড উদ্ভাবন বাংলাদেশের পাট চাষ এবং পাটজাত পণ্য উৎপাদনে কি সম্ভাবনার সৃষ্টি করেছে বলে আপনি মনে করেন?