প্রশ্নব্যাংক | আমাদের প্রশ্ন সম্ভার

Ad

৩১তম বিসিএস বাংলা (দ্বিতীয় পত্র) – ২০১১


বিষয় কোড:
পত্রঃ দ্বিতীয়
নির্ধারিত সময়ঃ ৩ ঘন্টা
পূর্ণমানঃ ১০০
[দ্রষ্টব্য: প্রত্যেক প্রশ্নের মান প্রশ্নের শেষ প্রান্তে দেখানো হয়েছে।]

১। যে কোন একটি বিষয়ে রচনা লিখুন: ৪০
ক) সাহিত্য আদর্শবাদ ও বাস্তববাদ;
খ) মানব-সম্পর্কে উন্নয়নে বিশ্বায়ন
গ) বাংলাদেশের অর্থনৈতিক বিকাশে তথ্যপ্রযুক্তির ব্যবহার;
ঘ) আগাম পৃথিবী ;
ঙ) গ্রাম ছাড়া ঐ রাঙা মাটির পথ।

২। বন্ধনীর মধ্যে উল্লিখিত সংকেতের ইঙ্গিতে একটি প্রবন্ধ লিখুন:  ৪০
ক) শিশু সাহিত্য: (সংজ্ঞা, প্রকৃতি ও পরিসর; শিশুর পাঠস্পৃহা গঠনে আকর্ষণ সৃষ্টি, শশু সাহিত্যের প্রকারভেদ; প্রধান শিশু সাহিত্যিক ও তাঁদের সাহিত্যকর্ম; শিশু সাহিত্যের ইতিহাস-ঐতিহ্য, শিশু সাহিত্যের ভাষা; প্রকরণীশৈলী ও দুর্বোধ্যতা পরিহর; শিশুর চরিত্র গটনে নৈতিক জিজ্ঞাসা ও কৌতুহল সৃষ্টি; উপসংহার)
খ) বাংলাদেশের মৎস্য সম্পদ: (মৎস্য সম্পদের গুরুত্ব; বাংলাদেশের মৎস্য পরিস্থিতি; বাংলাদেশে মাছের উৎস; মিঠা পানির মাছ; লোনা পানির মাছ; উৎস হিসেবে খামার; মৎস্য সম্পদ উন্নয়নের উপায়; রপ্তানির ব্যবস্থা।
গ) দেশপ্রেম: সূচনা: স্বদেশ চেতনা; স্বদেশপ্রেমের স্বরূপ: দেশপ্রেমের প্রাযোগিক ক্ষেত্রসমূহ; দেশপ্রেম উদ্বুদ্ধকরণে আমাদের করণীয় নির্দেশ, দেশপ্রেম ও রাজনীতি-সমাজনীতি; দেশপ্রেম ও সুষম অর্থনীতি, দেশপ্রেম উজ্জীবনে সাহিত্য-সংস্কৃতি, দেশপ্রেম ও নৈতিক আদর্শ দেশপ্রেম ও বিশ্বপ্রেম সম্পর্কে; উপসংহার।

৩। যে কোন একটি বিষয়ে পত্র লিখুন:  ২০
ক) জাতীয় জীবনে মুক্তিযুদ্ধের চেতনাকে সমৃদ্ধ করার লক্ষ্যে ছোট ভাইকে মুক্তিযুদ্ধের ইতিহাসসমৃদ্ধ একটি পত্র লিখুন।
খ) পল্লী অঞ্চলের গণমানুষের চিকিৎসাসেবার অন্তরায়সমূহ চিহ্নিত করে সে সম্পর্কে কার্যকরী প্রস্তাব পাঠিয়ে মাননীয় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী মহোদয়ের নিকট একটি স্মারকলিপি রচনা করুন।
গ) আপনার উপজেলায় জনগণর জ্ঞানোন্নয়নে একটি বহুমুখী পাঠাগার স্থাপনের প্রয়োজনীয়তা প্রতিপন্ন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি আবেদনপত্র রচনা করুন।


2 Comments

  1. AUTHORShahriar ahmmed

    on April 9, 2015 at 10:07 PM - Reply

    Inspirational and great works.

    • AUTHORProsno Bank Team

      on April 9, 2015 at 10:28 PM - Reply

      Prosno Bank Team

      Thank you.

Leave a Reply

Allowed Tags

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>